ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ এপ্রিল) দুপুরে ভালুকা সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে রোকনুজ্জামান নাঈম (২৯) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আটককৃত নাঈম ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের বাসিন্দা এবং ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ ও এনএসআই সূত্রে জানা যায়, ভালুকা এলাকার ব্যবসায়ী আব্দুল আল মামুন একসময় গ্রিন টেক্সটাইল নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অভিযোগ রয়েছে, চাকরির সময় তিনি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেন এবং পরে চাকরি ছেড়ে গাড়ি ও বালুর ব্যবসায় জড়ান। এ বিষয়ে এনএসআই হেডকোয়ার্টার থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে রোকনুজ্জামান নাঈম নিজেকে এনএসআই সদর দপ্তরের তদন্ত কর্মকর্তা পরিচয়ে মামুনের কাছে মামলা মীমাংসার কথা বলে ১৫ লক্ষ টাকা দাবি করেন। তবে মামুন পুরো বিষয়টি সন্দেহজনক মনে করে এনএসআই ময়মনসিংহ কার্যালয়ে অভিযোগ জানান এবং কৌশলে চেকের মাধ্যমে টাকা দেওয়ার প্রস্তাব দেন।
পরিকল্পনা অনুযায়ী সোমবার দুপুরে ভালুকা সরকারি কলেজের সামনে চেক হস্তান্তরের সময় এনএসআই ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে রোকনুজ্জামান নাঈমকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নাঈম বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ব্যক্তি নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রতারণা ও আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”