ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: শিল্প-কারখানার জন্য খ্যাত ময়মনসিংহ জেলার ভালুকা থানা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পরিবহণ কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মজীবী মানুষ প্রতিদিন এই বাসস্ট্যান্ড ব্যবহার করেন যাতায়াত ও ব্যবসায়িক কাজের জন্য। কিন্তু জনবহুল এ স্থানে নেই কোনো উপযুক্ত ও পরিমাণমতো গণশৌচাগারের ব্যবস্থা, ফলে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী, চালক এবং পথচারীরা।
বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে ব্যাংকের শাখা, বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানপাট, খাবার হোটেল ও যানবাহনের বিশাল ভিড়। প্রতিদিন হাজারো নারী, পুরুষ ও শিশু এই এলাকায় আসা-যাওয়া করেন। অথচ এত বড় জনসমাগমের এলাকায় নেই কোনো সরকারি বা পৌরসভার নির্মিত পর্যাপ্ত গণশৌচাগার। ফলে মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে হয় বিপাকে পড়ে।
একজন গাড়িচালক বলেন, "ভালুকা থেকে অনেক দূরের গন্তব্যে যাতায়াত করি আমরা। কিন্তু এখানে কোনো স্যানিটারি টয়লেট নেই। আমাদের নিজেদের জন্য যেমন কষ্ট হয়, তেমনি যাত্রীদেরও অনেক ভোগান্তি পোহাতে হয়।"
আরেকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিশ্রামের সময় একটু পানি খেতে বা বাথরুমে যেতে চাইলে কোথায় যাবো বুঝতে পারি না। গভীর নলকূপ থাকলে অন্তত পানির সমস্যাটা মিটত।"
বিশেষ করে নারী যাত্রীরা পড়ছেন চরম বিপাকে। নেই কোনো নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার। বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বয়স্ক, শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের জন্যও নেই কোনো উপযোগী ব্যবস্থা।
এক ব্যবসায়ী বলেন, "ভালুকায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। অথচ মানুষের মৌলিক চাহিদার এমন অবহেলা দুঃখজনক। দ্রুত যদি গণশৌচাগার নির্মাণ না হয়, জনদুর্ভোগ আরও বাড়বে।"
ভালুকা পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে যাত্রী ও ব্যবসায়ীদের জোর দাবি জানান অবিলম্বে বাসস্ট্যান্ড এলাকায় আধুনিক, পরিচ্ছন্ন এবং নারী-পুরুষ পৃথক গণশৌচাগার নির্মাণ করা হোক।