ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন: ইউএনওর হুঁশিয়ারি..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানিয়েছেন, “এই পরিবেশ ঠিক করতে অনেক কষ্ট করতে হয়েছে। অনেকবার বুঝিয়েও যখন কাজ হয়নি, তখন আমরা কঠোর হতে বা..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকা বাসস্ট্যান্ড এলাকার পরিবেশ রক্ষায় এবার আর কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানিয়েছেন, “এই পরিবেশ ঠিক করতে অনেক কষ্ট করতে হয়েছে। অনেকবার বুঝিয়েও যখন কাজ হয়নি, তখন আমরা কঠোর হতে বাধ্য হচ্ছি।”

তিনি বলেন, “নগর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের যে প্রচেষ্টা, সেটি নস্যাৎ করার কোনো সুযোগ নেই। রাস্তার পাশে এলোমেলোভাবে কোনো দোকান বসানো হলে রাষ্ট্র তার সর্বোচ্চ প্রশাসনিক শক্তি প্রয়োগ করবে। এখানে মানবিক আচরণের সুযোগও থাকবে না।”

এর আগে গত ৩ মে ভালুকা পৌর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যাপক গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। সেই সময়ও ইউএনও পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, পৌর এলাকার পরিবেশ নষ্ট করে বা ফুটপাত-রাস্তার জায়গা দখল করে কেউ ব্যবসা করতে পারবে না।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবৈধ দোকানপাট, রাস্তার উপর মালামাল রাখা এবং ফুটপাত দখলের কারণে যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। প্রশাসনের সদিচ্ছা ও কিছু কার্যকর পদক্ষেপের ফলে কিছুটা শৃঙ্খলা ফিরলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পুরনো অবস্থায় ফিরে যেতে চাইছে।

এ প্রসঙ্গে ইউএনও বলেন, “পরিবেশ রক্ষায় আমরা কোনো আপস করবো না। নিয়ম না মানলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। কেউ আর মানবিকতার সুযোগ নিয়ে নিয়ম ভাঙতে পারবে না।”

প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়, রাস্তার পাশে এলোমেলোভাবে কোনো দোকান বসানো যাবে না, পরিবেশ ও সৌন্দর্য নষ্টকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মতো কার্যক্রম চলমান থাকবে।

ভালুকাবাসীকে পরিবেশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়ে ইউএনও বলেন, “এই শহর আমাদের সবার। একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার। যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।”

کوئی تبصرہ نہیں ملا