ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌর শহরের জনতা ব্যাংক সংলগ্ন সিএনজি স্টেশন এলাকায় শুক্রবার দুপুরে বৃষ্টির পানিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পানি উঠে গেছে দোকানপাটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ-একাধিকবার উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনও স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “বৃষ্টি শুরু হওয়ার আধাঘণ্টার মধ্যে দোকানের ভেতর পানি ঢুকে পড়ে। প্রতি বছরই এই সমস্যা হয়, অথচ কেউ দেখার নেই। আমাদের ক্ষতি হলেও কারও কোনো বিকার নেই।”
এই অঞ্চলের যান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ভালুকা-গফরগাঁও মহাসড়কটির পাশে অবস্থিত হওয়ায় জলাবদ্ধতায় যানবাহন চলাচলেও সৃষ্টি হয় স্থবিরতা। সাধারণ পথচারীদের চলাচল বিঘ্নিত হয়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা এবং নারী-শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, “এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই বললেই চলে। আগে থেকেই জানানো হলেও কেউ কানে নেয়নি। এখন প্রতি বছর একই সমস্যায় মানুষ কষ্ট পাচ্ছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে ড্রেনেজ ব্যবস্থার অবনতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রতিবছরই বৃষ্টি হলে জনভোগান্তি বাড়ছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানান।
		
				
			


















