ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা বাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাকিস্তান মিলের দূষিত পানি নিয়ে চরম ভোগান্তিতে ভুগছেন। মিলের পাইপলাইন ফেটে দূষিত পানি রাস্তা ও বাড়িঘরে প্রবেশ করায় এলাকায় স্বাস্থ্যঝুঁকি ও দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বারবার অভিযোগ করেও কোনো সমাধান হচ্ছে না, আর প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তায় সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করছে।
স্থানীয় বাসিন্দা ও আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হক জানান, গত ১৭ মার্চ ২০২৩ তারিখে তিনি এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সমস্যা সমাধানের জন্য দরখাস্ত দিয়েছিলেন। কিন্তু আজও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে এই সংকট সমাধানে এগিয়ে আসবেন।
স্থানীয় বাসিন্দা মোলয় বণিকের কথায়, "এই পাকিস্তানি পানি নিয়ে ভালুকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা টাকা খেয়েছেন, কিন্তু এলাকাবাসীর ভোগান্তি বাড়ছেই।" তিনি আরও উল্লেখ করেন, দূষিত পানি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কিছু বাসিন্দা সমস্যা সমাধানে স্থানীয়দের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন। শেখ তাসমিয়াহ বলেন, "এলাকার অনেকেই ব্যক্তিস্বার্থে কাজ করেন। অনেকে নিজের বাড়ির সামনে ড্রেন বানিয়ে টাকা মেরে দেন, কিন্তু সামগ্রিক সমাধান হয় না। এখন যখন সবাই বিপদে, তখনই শুধু কথা বলছেন।"
অন্যদিকে, বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা শেখ মো. রাজু বলেন, "আমরা স্থায়ী সমাধান চাই। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আন্দোলনে নামতে বাধ্য হব।"
পরেশ বণিক বলেন, "এখানে রাস্তা-ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নষ্ট। সামান্য বৃষ্টিতেই দূষিত পানি বাড়িতে ঢুকে যায়। আমরা এখন চলাফেরাও করতে পারছি না।"
এলাকাবাসী দাবি করছেন, পৌরসভা ও জেলা প্রশাসনকে অবিলম্বে পাকিস্তান মিলের দূষিত পানির লাইন মেরামত ও ড্রেনেজ সিস্টেম পুনর্নির্মাণ করতে হবে। অন্যথায়, তাদের কষ্টের অবসান হবে না।