ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ মে) সন্ধ্যার দিকে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে হোটেল ও রেস্টুরেন্টের প্রায় ১০ লাখ টাকার মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করেই হোটেলের একটি অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো রেস্টুরেন্ট জুড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হোটেলের মালিকের ভাষ্য অনুযায়ী, হোটেলে থাকা আসবাবপত্র, রান্নাঘরের সামগ্রী, খাদ্যসামগ্রী এবং নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন হোটেলটির মালিক।