close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় ৬ একরের রামবুটান বাগান: দেশের মাটিতে বিদেশি ফলের সম্ভাবনা..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারি গ্রামে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ রামবুটান বাগান। প্রায় ৬ একর জমিতে বিস্তৃত এই বাগানে ২১২ টি রামবুটান গাছ ফল দিচ্ছে, যা বাংলাদেশের কৃষি খাতে নতুন সম..

চলতি মৌসুমে ১০ মেট্রিক টন ফল উৎপাদনের প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। জুন-জুলাই ও নভেম্বর-ডিসেম্বরে ফল বাজারজাতের উপযুক্ত হয়। স্থানীয় কলেজছাত্র সাব্বির হাসান বলেন, “গাছ থেকে পেড়ে রামবুটান খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ।” গফরগাঁও থেকে আগত শিক্ষক মাহমুদ হাসান বাগানটিকে পর্যটনের সম্ভাবনার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

কৃষি বিশেষজ্ঞরা মনে করেন, রামবুটান চাষ রপ্তানি সম্ভাবনা ও কৃষি বৈচিত্র্যে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই উদ্যোগ দেশের কৃষি খাতে মাইলফলক হতে পারে।

कोई टिप्पणी नहीं मिली