ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ৬ লাখ ৭২ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছে বেসরকারি এনজিও সংস্থা ‘দুস্থ স্বাস্থ্য কেন্দ্র’ (ডিএসকে)।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় এই চেক বিতরণ করা হয়। ডিএসকের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকের উপপরিচালক মির্জা রোকনুজ্জামান, ভালুকা শাখার ব্যবস্থাপক সুলতান উদ্দিন এবং সিডষ্টোর শাখা ব্যবস্থাপক জয়নাল উদ্দিন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। মোট বৃত্তির পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৭২ হাজার টাকা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে এবং তাদের উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এসব শিক্ষার্থী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
ডিএসকের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “ডিএসকের পক্ষ থেকে প্রতিবছর মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে এমন উদ্যোগের জন্য ডিএসকেকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।