ভালুকায় ৩ মে গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান, নেতৃত্বে ইউএনও হাসান আব্দুল্লাহ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এই কর্মসূচির সময়সূচি অনুযায়ী, সকাল ৯:০০টা থেকে ৯:৩০টা পর্যন্ত সকল স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থাকতে বলা হয়েছে। এরপর শুরু হবে পৌর এলাকা জুড়ে পরিচ্ছন্নতা অভিযান।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার, ৩ মে ভালুকা পৌর এলাকায় এক ব্যাপক গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমের নেতৃত্বে থাকবেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

এই কর্মসূচির সময়সূচি অনুযায়ী, সকাল ৯:০০টা থেকে ৯:৩০টা পর্যন্ত সকল স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থাকতে বলা হয়েছে। এরপর শুরু হবে পৌর এলাকা জুড়ে পরিচ্ছন্নতা অভিযান।

পরিচ্ছন্নতা কার্যক্রমের টিম ভাগ: টিম-০১: ভালুকা ওভারব্রিজের নিচ থেকে শুরু করে ঢাকা অভিমুখে ভালুকা প্রেসক্লাব পর্যন্ত উভয় পাশ পরিচ্ছন্ন করবে পৌরসভার একটি বিশেষায়িত টিমও অংশ নেবে। টিম-০২: ওভারব্রিজ থেকে পাচ রাস্তা পর্যন্ত উভয় পাশ পরিষ্কার করবে। পৌরসভার দ্বিতীয় টিম এতে যুক্ত থাকবে। টিম-০৩: ওভারব্রিজের পুরাতন ফল মার্কেট থেকে বটতলা পর্যন্ত উভয় রোডের পাশ পরিষ্কার করবে। এতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি টিম অংশ নেবে।

একটি টিম সকাল থেকেই সড়কের পাশে গাছ লাগানোর কাজ করবে। বৃক্ষরোপণের জন্য প্রয়োজনীয় গাছ, ব্যারিকেড তৈরির উপকরণ, বালি, ইট, সিমেন্ট ইত্যাদি পুরাতন ফল মার্কেট থেকে সংগ্রহ করা যাবে। প্রয়োজনে রাজমিস্ত্রীর ব্যবস্থাও রাখা হয়েছে।

পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে সিনিয়র সিটিজেনদের একটি টিম চায়ের দোকান, কাপড়ের দোকান এবং অন্যান্য ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য নতুনভাবে তিনটি ফুডপার্ক স্পট, শেড নির্মাণ এলাকা এবং ব্যারিকেডযুক্ত বিক্রয় অঞ্চল নির্ধারণ করবেন।

ইউএনও কঠোরভাবে জানিয়ে দিয়েছেন-এর বাইরে রাস্তার পাশে এলোমেলোভাবে একটি দোকানও বসলে রাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। মানবিক আচরণের সুযোগ নেই।

পরিচ্ছন্নতায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের নিজ নিজ কোদাল, ঝুড়ি, শাবল, গ্লাভস, মাস্ক নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক উপকরণ সংরক্ষিত থাকবে, তবে স্বেচ্ছাসেবীদের নিজস্ব সরঞ্জাম থাকলে আনা উৎসাহিত করা হয়েছে।

এই মহতী অভিযানে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিবর্গ/প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে কমেন্টের মাধ্যমে নাম, প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী সংখ্যা জানাতে। 

Ingen kommentarer fundet


News Card Generator