close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভয়াবহ অগ্নিকাণ্ডে সীতাকুণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি
ভয়াবহ অগ্নিকাণ্ডে সীতাকুণ্ডে ১২ দোকান পুড়ে ছাই,
ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি
 
মোহাম্মদ জাম‌শেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটের অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ ফি‌লিং স্টেশন সংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র জানায়, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং পুরো মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন সুমন, জা‌বেদ, নুরু‌দ্দিন ও ইব্রাহীমসহ আরও কয়েকজন। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ ও স্ক্র্যাপ সামগ্রীসহ বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মামুন জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে ছয়টি দোকান ও তাদের মালিকদের নাম সংগ্রহ করা হয়েছে। চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে আরও সময় লাগবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
No comments found


News Card Generator