close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভা'রত-পা'কিস্তানের পাল্টাপাল্টি হা মলা, দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর একে অপরকে দোষারোপ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লিপ্ত হয়েছে ভারত ও পাকিস্তান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দিল্লি ও লাহোর উভয় শহরেই জারি হয়েছে সর্বো..

দুই পরাশক্তির মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত উপমহাদেশ—দিল্লি ও করাচিতে সর্বোচ্চ সতর্কতা

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা হঠাৎ করেই রূপ নিয়েছে খোলামেলা সংঘর্ষে। ইতিমধ্যেই শুরু হয়েছে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের দাবি অনুযায়ী, পাকিস্তান সীমান্ত থেকে চালানো হয়েছে ভয়াবহ ড্রোন হামলা। অন্যদিকে, পাকিস্তান দাবি করছে—ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাব তারা দিতে বাধ্য হয়েছে।

৮ মে রাতে জম্মু-কাশ্মীর সীমান্তের আকাশে দেখা যায় আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো অঞ্চল। আলোয় ঝলসে ওঠে রাতের অন্ধকার। শহর জুড়ে বেজে ওঠে সাইরেন, বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। ভয়াবহতা এতটাই ছিল যে, স্থানীয়রা রাত কাটিয়েছেন চরম আতঙ্কে।

ভারতীয় গণমাধ্যম NDTV জানায়, দিল্লির ইন্ডিয়া গেট এলাকা পর্যটকশূন্য করে ফেলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘোষণা দিয়ে লোকজনকে এলাকা ত্যাগ করতে বলা হয়। সেইসাথে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকল ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি রাজধানীতেও জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)

পাকিস্তানের পাল্টা দাবি ও চরম সতর্কতা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে বলেন, “আমরা হামলা করলে সেটা গোপন করবো না। বরং ভারতের আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার আমাদের রয়েছে।” তিনি আরও দাবি করেন, ভারতের পাঠানো ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ২৯টি ইসরায়েলি প্রযুক্তির ড্রোন ধ্বংস করা হয়েছে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির আকাশে।

পাকিস্তান পাল্টা হামলায় ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের অজ্ঞাতনামা দুই কর্মকর্তা। তাদের ভাষ্যমতে, পাকিস্তান চীনের তৈরি জেএফ-১৭ এবং জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে এই অভিযান চালায়। এর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান

‘অপারেশন সিঁদুর’—ভারতের গোপন অভিযান

২২ এপ্রিলের পেহেলগাম হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার দায় ভারত চাপায় পাকিস্তানের উপর। এর পর থেকেই চলতে থাকে কথার লড়াই। কিন্তু ৭ মে রাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মধ্য দিয়ে উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। ভারত দাবি করে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে এই অভিযান চালানো হয়, যেখানে সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তান পাল্টা জবাবে জানায়, ওই রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও ভারত এই দাবি অস্বীকার করেছে, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা।

দুই দেশের দাবি ও পাল্টা দাবি—কিন্তু প্রশ্ন একটাই: যুদ্ধ কি আসন্ন?

ভারতের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, পাকিস্তানের ছোঁড়া আটটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি, উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি রক্ষা করা হয়েছে। বিশেষ করে জম্মুর সটওয়ারি বিমানঘাঁটি ছিল তাদের প্রধান লক্ষ্যবস্তু।

অন্যদিকে, পাকিস্তান দাবি করছে, লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে চালানো ভারতীয় হামলায় তাদের একটি রাডার ইউনিট ধ্বংস হয়েছে। এর জবাবে তারা দিল্লি, পাঞ্জাব এবং উত্তরাখণ্ড অঞ্চলে পাল্টা ড্রোন অভিযান চালায়।

আরব বিশ্ব ও আন্তর্জাতিক মহলের দুশ্চিন্তা

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু আরব দেশ উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

শেষ কথা: উপমহাদেশ কি আবার রক্তাক্ত যুদ্ধের মুখোমুখি?

এই মুহূর্তে দিল্লি, মুম্বাই, লাহোর, করাচি—সব বড় শহরেই জারি হয়েছে উচ্চ সতর্কতা। সাধারণ মানুষ আতঙ্কে, প্রশাসন উৎকণ্ঠায়। সীমান্তে কাঁটাতারের ওপারে যেন এক অদৃশ্য যুদ্ধের ঘণ্টা বাজছে।

বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা যদি সময়মতো নিয়ন্ত্রণে না আসে, তবে দক্ষিণ এশিয়া আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ দেখতে পারে, যার প্রভাব গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকেই কাঁপিয়ে দেবে।

No comments found


News Card Generator