ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে সংঘর্ষে পড়েন মুসিয়ালা। সেই সংঘর্ষেই মাঠেই ছটফট করতে দেখা যায় জার্মান এই মিডফিল্ডারকে। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। ধারণা করা হচ্ছে, তার গোড়ালিতে মারাত্মক চোট লেগেছে, এমনকি ভিডিও ফুটেজ দেখে অনেকে বলছেন—তার গোড়ালি ভেঙে গেছে।
ঘটনার পরপরই দোন্নারুমাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হতভম্ব হয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রাই। মাঠে নেমে আসে মেডিকেল টিম, স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয় মুসিয়ালাকে।
বায়ার্নের জন্য এটি বড় এক ধাক্কা। দলের অন্যতম প্রতিভাবান ফুটবলার মুসিয়ালা এবার চোটের কারণে কতদিন মাঠের বাইরে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ইনজুরির ধরণ দেখে আশঙ্কা করা হচ্ছে, বেশ দীর্ঘ সময় তাকে বাইরে থাকতে হতে পারে।
এই ইনজুরি শুধুমাত্র বায়ার্ন নয়, জার্মানির জন্যও বড় এক দুঃসংবাদ। সময়ের হিসেবে এক বছরের কম সময়ে ফিফা বিশ্বকাপ ২০২৬। তাইতো বড় এক ধাক্কাই পেলো ফুটবল দুনিয়া৷ ২১ বছর বয়সেই নিজেকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে প্রমাণ করে ফেলেছেন মুসিয়ালা। তার অনুপস্থিতি বায়ার্নের চলতি মৌসুমে বড় প্রভাব ফেলতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।