close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বগুড়ার একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার গ্রেফতার..

জিহাদ কাজী avatar   
জিহাদ কাজী
****

 

 বগুড়া প্রতিনিধি 


গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে রাজধনীর মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ‘মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।’
এর আগে দুদক এর মামলায় তার ১৩বছরের সাজা হয়। আর ও একটি অস্ত্র মামলায় ২০ বছরের সাজা হয়। বগুড়ায় অপরাধ জগতের আরেক নাম আ:মতিন সরকার। বিগত আওয়ামী শাসন আমলে বগুড়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল।

Tidak ada komentar yang ditemukan