close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বগুড়ায় মাদক মামলার আসামির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। ..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের রহমান নগর ক্যাডেট মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।..

 

 

আহত পুলিশ সদস্য বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) বাবর আলী (৩৫)। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এটিএসআই বাবর আলী জানান, মাদক মামলার আসামি রিয়াদ ও জিহাদকে আটক করতে গেলে আকস্মিকভাবে রিয়াদ একটি ছুরি দিয়ে তার ওপর হামলা চালায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, হামলাকারী আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator