বগুড়ার আদমদীঘি উপজেলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জয় সরকার (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া জয় সরকার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বরবড়িয়া হিন্দুপাড়া গ্রামের নরেশ সরকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ জয় সরকারের বাড়িতে অভিযান চালান। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয় সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।