জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ মে) দুপুর ১২টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
গত ৩০ এপ্রিল বগুড়ার নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা নজরুল ইসলাম দয়ার ওপর হামলা চালিয়ে আহত করে। এই ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে আজকের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাংবাদিক মাকসুদুর রহমান, সাংবাদিক এস এম দৌলতসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর আঘাত। তাই দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।