গ্রেফতার পটল বগুড়ার সারিয়াকান্দি পৌর নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
গতকাল সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখার এক অভিযানক শহরের সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক আসামীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা মামলা রয়েছে। মামলাতে পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মফিজুল ইসলাম পটল (৪৫), পিতা- মোখলেছ হলো সাবেক এমপি আব্দুল মান্নানের আপন ভাগিনা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















