বগুড়া (২১ এপ্রিল) প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় ওয়াইএমসিএ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক সবুর শাহ্ লোটাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস। বক্তব্য রাখেন সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক আবুল কালাম, টিএম মামুন, সেলিম উদ্দিন ও হুমায়রা আক্তার।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করবে এবং সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কাজে আরও দক্ষ করে তুলবে।



















