close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বগুড়া ধুনটে প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ার ধুনটে ছামিউল হক নামে এক প্রতিবেশী বখাটে কিশোরের ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ছামিউল হকের বিরুদ্..

প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

 ধুনট (বগুড়া) প্রতিনিধি

 প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৫০ পিএম

36Shares
facebook sharing button
twitter sharing button
copy sharing button
whatsapp sharing button
linkedin sharing button
print sharing button
ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে ছামিউল হক নামে এক প্রতিবেশী বখাটে কিশোরের ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ছামিউল হকের বিরুদ্ধে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

 

এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ছামিউল হক ওই গ্রামের সবেল প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর ছামিউল হক পলাতক রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে বখাটে ছামিউল হক বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

 

এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কান্না শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে ছামিউল হক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

コメントがありません


News Card Generator