বগুড়ায় ভাড়া বাসার দরজা ভেঙে মিলল নারীর মরদেহ

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ার শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাসার দরজা ভেঙে সাবিকুন নাহার (৪৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।..

রোববার (৭ ডিসেম্বর) বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাবিকুন নাহার চট্টগ্রাম পোর্ট এলাকার হোন্দালপাড়ার গোলাম সবানীর মেয়ে। প্রায় ৯ মাস আগে তিনি শাজাহান মিয়ার বাড়িতে দুই কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে বসবাস শুরু করেন।


বাড়িমালিকের মতে, ওই ব্যক্তি বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার বাসিন্দা হলেও তার নাম জানা নেই। মাঝে মাঝে দু’জনে একসঙ্গে থাকতেন। প্রায় এক সপ্তাহ আগে তাদের বিচ্ছেদ হয়েছে বলে সাবিকুন নাহার বাড়ির মালিককে জানিয়েছিলেন। বাড়িমালিক শাজাহান মিয়া জানান, শনিবার বিকেল থেকে সাবিকুন নাহারকে ফোনে পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তিনি বিছানায় নারীর নিথর দেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন। মৃত্যুর সংবাদ জানাতে ফোন করা হলে ওই নারীর তথাকথিত স্বামী ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের দরজা খোলা ছিল। বিছানায় মুখে মাস্ক পরা অবস্থায় পড়ে ছিল মরদেহ। পাশে দুই প্যাকেট খাবার ও কিছু ওষুধ ছড়ানো অবস্থায় পাওয়া গেছে। ঘরের অন্য সব জিনিস স্বাভাবিক ছিল। পুলিশ পরিদর্শক মাহফুজ আলম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডায়াবেটিসের কিছু ওষুধও উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator