বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ফার্মেসী দোকানে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়। পরে শুভ নামের একজনকে গ্রেফতার করে বরগুনা জেল হাজতে পাঠায় পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা পরিষদের সামনে ফার্মেসী ও বিকাশ এজেন্ট দোকানদার মামুন কবিরের কাছ থেকে ৬৬০০ টাকার ঔষধ বাকিতে নেয় শুভ ও তার বাবা তোফাজ্জল। পরে ধার নেয় ১০ হাজার টাকা। দীর্ঘদিন ধরে বাকি ও ধার নেওয়া টাকা ফেরত চাইলে বাঁধে বিপত্তি। কয়েকবার শালিসি হলেও টাকা ফেরত দেয়না শুভ ও তোফাজ্জল। গত ৫ মে স্থানীয় শালিসি করা সুজন মল্লিক ও মোঃ হারেছ তোফাজ্জলের কাছ থেকে একটি টাস ফোন নিয়ে এসে মামুনকে দেয় এবং জানায় টাকা জমা দিয়ে ফোন ছাড়িয়ে নিবে। ওইদিন দুপুর ১২ঃ৩০ টায় মামুনের দোকানে শুভ, তোফাজ্জল, স্ত্রী খাদিজা ও তার মেয়ে তন্নী এসে অতর্কিত হামলা ও ভাংচুর করে। এতে মামুন ও তার স্ত্রী খালেদা আক্তার মুক্তা আহত হন। দোকানে থাকা ১ লাখ ১৭ হাজার টাকা নিয়ে যায় শুভ। মুক্তার কাছ থেকে ৩০ হাজার টাকা মুল্যের ১ টি দুল নিয়ে যায় তন্নী। পরে ডাক চিৎকার দিলে আসেপাশে থাকা লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী মামুন বলেন, পাওনা টাকা চাওয়াটাই আজ
পরে বেতাগী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন মামুন কবির।
এবিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, আমরা এজহার পেয়েছি। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।