close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বেতাগীতে নিষিদ্ধ পলিথিন রাখায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ..

SepahiTv. News avatar   
SepahiTv. News
অবৈধ পলিথিন রাখার অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করে।


নিউজ ডেক্সঃ
বরগুনার বেতাগীতে বাজের নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।

 মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 বেতাগী পৌর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও মো. বশির গাজী ও বেতাগী থানা পুলিশের সদস্যদের উপস্থিতিতে
বিধান বনিক নামে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ১৫০ কেজি ও মো. জসিম নামে আরেক ব্যবসায়ীর দোকান থেকে ২৫০ কেজি’র অধিক পলিথিন জব্দ করা হয়। এ সময় তাদের অবৈধ পলিথিন রাখার অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করে।

অভিযান পরিচালনা শেষে ইউএনও মো. বশির গাজী বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরে অভিযানে জব্দকৃত পলিথিন পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Walang nakitang komento


News Card Generator