close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বেতাগীতে জমি দখল নিতে কবর খুড়ল প্রতিপক্ষ, প্রাণনাশের হুমকি ..

SepahiTv. News avatar   
SepahiTv. News
সম্পৃতি জমি দখল নিতে বাড়ির কবর খুড়ে বেড়া দেওয়ার মতন জঘন্য কাজ করায় এলাকায় নিন্দার ঝর উঠে..

নিউজ ডেক্সঃ

বরগুনার বেতাগীতে জমি দখল করতে কবর খুড়ল প্রতিপক্ষ। প্রাননাশের হুমকির অভিযোগ। দীর্ঘদিন ধরে জমি নিয়ে চলা দ্বন্দ্ব গড়ালো কবর খুড়ার মতন ঘটনায়। জমি দখল করতে প্রতিপক্ষকে দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ করেন উপজেলার ৪ নং মোকামিয়া ইউনিয়নের হাট মোকামিয়া এলাকার সাইদুল ইসলামের স্ত্রী রুবি বেগম। 

অভিযোগ সূত্রে জানা যায়, কালাম ও তার ছেলে সোহাগ এবং শফিকদের সাথে সাইদুল
 ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। স্থানীয় শালিসি ব্যবস্থারও কমতি ছিল না
 তবুও জেনো থামছে না কালাম ওরফে পিলার কালাম -সোহাগের অন্যায়মুলক কর্মকান্ড। ২০১৬ সালে এই জমি নিয়ে দ্বন্দ্বে সাইদুল ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায় তারা। ফলে হামলার শিকার হন সাইদুল এতে দেশীয় অস্ত্রের কোপের আঘাতে আহত হয় সাইদুল। পরে মামলা হলে জেলেও যেতে হয় তাদের। তবুও যেনো তারা ভিন্ন এক ক্ষমতার অধিকারী।
সম্পৃতি জমি দখল নিতে বাড়ির কবর খুড়ে বেড়া দেওয়ার মতন জঘন্য কাজ করায় এলাকায় নিন্দার ঝর উঠে ।  গত কয়েকদিন ধরে নানা ধরনের দেশিয় অস্ত্র হাতে নিয়ে হুমকি দিয়ে আসছেন সাইদুলের পরিবারকে। 

ভুক্তভোগী রুবি বেগম বলেন, দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে ঝামেলা চলে। এলাকায় অনেকবার শালিসি বসছে আবার সামনেও বসবে কিন্তু তারা কোনো কিছু মানে না। তাদের এক কথা সকল জমি তাদের। একদিন গাছ কাটে, একদিন বেড়া ভাঙে। এমনভাবে জুলুম চালায়। ওদের জুলুমে কবরও রক্ষা পায়নি। গতকাইল কবর খুড়ে সব জমি দখলে নিতে গেছে। আমরা কেউ নামলে কুড়াল দা নিয়ে লড়ান দেয়। এর আগে একবার মারামারি হইছে হেতে আমার স্বামীরে কোপ দেছে। থানায় মামলাও হইছে। কিন্তু তারা কোনো কিছুতে থামেনা। আমি বাঁচতে চাই। বারবার মাইরা ফেলবে, অমুক করবে, তমুক করবে। এই ভয়ে আছি। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাইদুলেগো জমি দখল করতে চায় ভালো কথা। কাগজ পাতি লইয়া আয় তারপর দখল দে৷ দেশে তো আইন আছে নাকি? একদিন দেখি হাতে কুড়াল লইয়া ঘুরতেছে ওগো মারবে। কোনো জায়গায় আছে কবর খুড়ে বেড়া দেয়। ওরা এতটাই খারাপ যা বলার বাইরে। 
স্থানীয়দের দাবি, যাতে কেউ অন্যায় ভাবে কারো ক্ষতি করতে না পারে তার একটা প্রশাসনিক সুব্যস্থা চাই। 

এবিষয়ে অভিযুক্ত কালামদের সাথে যোগাযোগ করতে গেলে সম্ভব হয়নি। তাদের বাসায় গেলে দরজা বন্ধ করে রাখে। 

এবিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, ঘটনাটি আপনার কাছ থেকে জানতে পারলাম। তবে লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 

No comments found