close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বেতাগীতে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কাউন্সিল অনুষ্ঠিত ..

SepahiTv. News avatar   
SepahiTv. News
আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার-কে সামাজিক অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।..

 

প্রযুক্তির আধুনিক ছোঁয়া এবং  শিক্ষার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করায় বেতাগী উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে “সামাজিক সম্মাননা পুরস্কার” এবং প্রথম কাউন্সিল অধিবেশন।

২০০৮ সালে যাত্রা শুরু করা অরাজনৈতিক এই প্রকৌশলী সংগঠনটি গঠিত হয় ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে। এই সংগঠনে রয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী, যাঁরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবেও পরিচিত।

এই আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার-কে সামাজিক অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

পাশাপাশি কারিগরি পেশায় নিষ্ঠা ও সমাজে অবদানের জন্য অ্যাসোসিয়েশনের ৩৪ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত সদস্যরা হলেন। 

মাসুদ পারভেজ, মোঃ মামুনুর রশীদ, এইচ এম অভি, মামুন সিকদার, আল আমিন মল্লিক, সুজন হাওলাদার, শাওন মৃধা,
রবিউল ইসলাম, আল ইমন হোসেন, আমিদ হাসান, শাহাদাত হোসেন, শোহেল রানা, তানভীর হোসেন সাব্বির, এনামুল হক নবীন,
রবীন্দ্রনাথ সিং, লিমন হোসেন, মাসুম বিল্লাহ, শাইদুল ইসলাম, কিবরিয়া, অন্তু খলিফা, আশরাফুল আরেফিন অপু,
ইমরান খান, আবুল হোসেন সুজন গাজী, রেজাউন হোসেন শোভন, মুসফিকুর রহমান ফারহান, রোবেল, জুবায়ের ইসলাম হৃদয়,
রাফি সিকদার, আবুল বাশার, সৈয়দ মশিউর রহমান, মেহরাব হোসেন অপি, শিফাত জাহান মুনিয়া, শাহজাদা হাওলাদার, সৈয়দ জুল আরশিল।

আজীবন সদস্য হিসেবে নিবন্ধিত হন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ আদিল, আলিমুন হাসান, মো. শামীম সিকদার, সৈয়দ নূর-ই আলম শোভন, জামান সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সৈয়দ নূর-ই আলম শোভন, এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী আদিল সাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী আলিমুন হাসান (ব্র্যাক আইটি), প্রকৌশলী শামীম সিকদার (ডেসকো ফাউন্ডেশন),প্রকৌশলী শাওন মৃধা (বাংলাদেশ বিমান বাহিনী),প্রকৌশলী মামুনুর রশীদ, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সহ আরও অনেকে।


এই সম্মাননা অনুষ্ঠানটি বেতাগী উপজেলার প্রকৌশল সমাজের জন্য একটি অনন্য ইতিহাস হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন সকলে।

نظری یافت نشد


News Card Generator