close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাতিক্রমি উদ্যেগ মণি ফাউন্ডেশনের..

SepahiTv. News avatar   
SepahiTv. News
এসময় সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন ও  এক ছাত্রদল কর্মী এডিস মশার প্রতিকি সেজে মানুষকে সচেতন হওয়ার আহবান জানায়। ..

রেদোয়ান ইসলামঃ

সারাদেশে ক্রমান্বয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যাও দুই দশক ছাড়িয়েছে। এমন ভয়াবহতার রেড জোন দেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনা। জেলা সিভিল সার্জন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। 

ডেঙ্গুর ভয়াবহতা কমাতে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরা সচেতনতা তৈরিতে কাজ করে চলছে৷ তবুও যেনো থামছে না ডেঙ্গুর দৌরাত্ম। একেরপর একজন আক্রান্ত হচ্ছে। 

তবে, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যেগে আজ (২ জুলাই) বেতাগীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল,যুবদল লিফলেট বিতরণ করে। এসময় সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন ও  এক ছাত্রদল কর্মী এডিস মশার প্রতিকি সেজে মানুষকে সচেতন হওয়ার আহবান জানায়। 

সকাল ১০ টায় পৌর শহরের গুরুত্বপূর্ণ জায়গা ও দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে তারা। 

এসময় উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন, ডেঙ্গু মহামারী পরিস্থিতি তৈরী হবে না তখন, যখন আমরা নিজেরা সচেতন হয়ে নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। তাই নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যেগে আমরা সবাইকে সচেতন করে তুলতে লিফলেট বিতরণ করি। 

উপজেলা ছাত্রদলের আহবায়ক আহসানুল কবির শোয়েব বলেন, বিগত দিনে মণি ভাই সব সময় সাধারণ মানুষের ক্রান্তিলগ্নে পাশে ছিল এখনও আছে তারই বহিঃপ্রকাশ আজকের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পিং। আসুন আমরা সবাই ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। 

No comments found


News Card Generator