বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বেতাগী-বরগুনা মহাসড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের বাইরে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটত। এতে জনদূর্ভোগ চরমে পৌছে যায়। সম্পৃতি সড়ক ও জনপদ বিভাগের থেকে ঠিকাদাররা সংস্কারের কাজ শুরু করে। কিন্তু জনদূর্ভোগ কমাতে সংস্কারেট কাজ শুরু হলেও তা নাম পর্যন্তই থাকার অভিযোগ উঠে।
কার্পেটিংয়ে নিম্ন মানের ভিটামিন ও পাথর ব্যবহারের অভিযোগ তুলেন সাধারণ মানুষরা।
এর প্রতিবাদে আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১ টায় বেতাগী উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাধারণ মানুষ, রাজনীতিবিদ,সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে।
মানববন্ধনে মানবজমিন পত্রিকার প্রতিনিধি হোসাইন সিপাহী'র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন পারভেজ আসাদ ও উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন খান, পৌর ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের বাইরে ছিলাম আমরা। এতে দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে সড়কটি। পূর্বে আঃলীগ ঠিকাদাররা চুরি করত কিন্তু এখন করে কারা?অনতিবিলম্বে ভালো মানের উপকরণ দিয়ে কাজ করতে হবে।