close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

*বেপরোয়া ট্রাকচালকের তাণ্ডব* শ্রীমঙ্গলে ভোরে সড়কে দুর্ঘটনা, বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকা..

Abdul Aziz avatar   
Abdul Aziz
আজ বৃহস্পতিবার (১ মে) ভোর সকাল সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে।..

স্থানীয় সূত্রে জানা গেছে, এস কে রায় শপিং কমপ্লেক্সের সামনে ‘ইজি গেঞ্জি’ শো-রুম এর নিকটে একটি ১০ চাকার ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দুটি বৈদ্যুতিক খুঁটিতে। ধাক্কায় খুঁটি দুটি তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ে, ফলে পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ভাগ্যক্রমে এ ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এমন দুর্ঘটনা যে কোনো সময় বড় বিপর্যয়ের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। গতকাল রাতেও কুলাউড়া এরকম একজন ট্রাক চালক বেপরোয়া যানচালিয়ে রাস্তার মধ্য থাকা ডিভাইডার ভেঙ্গে সাথে করে ঘুড়িয়ে নিয়ে ছুটে চলছেন। কিছুদিন আগে একদিন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। 

 

সড়কে ট্রাকচালকদের বেপরোয়া ও দায়িত্বহীন চালনাই আজকের মতো দুর্ঘটনার জন্য দায়ী। এমন ঘটনায় শুধু বিদ্যুৎ বিপর্যয় নয়, যেকোনো মুহূর্তে প্রাণহানি ঘটতে পারে। স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগকে অনুরোধ জানানো যাচ্ছে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক এবং দুর্ঘটনাকারী চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

לא נמצאו הערות