close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বেঁচে আছেন পরীমনি, মরদেহ উদ্ধারের দাবি মিথ্যা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
‘ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে ছড়ানো গুজবে চমকে উঠেছে পুরো দেশ। অথচ চিত্রনায়িকা পরীমনি নিজেই ফেসবুক লাইভে এসে বললেন—"আমি বেঁচে আছি!" এই বিভ্রান্তিকর প্রচারণা কতটা ভয়ানক হতে পারে, তার বাস্তব ..

ফেসবুক কাঁপানো গুজব: "পরীমনির মরদেহ উদ্ধার!"—লাইভে এসে জানালেন, ‘আমি বেঁচে আছি’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা পরীমনি আবারও ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে। তবে এবার বিষয়টি অতীতের যেকোনো বিতর্ককে ছাপিয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভয়ংকর ও বিভ্রান্তিকর সংবাদ—"চিত্রনায়িকা পরীমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে!" শিরোনামে এ গুজব মুহূর্তেই ভাইরাল হয়, যা নিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে মিডিয়া পাড়া পর্যন্ত রীতিমতো তোলপাড় শুরু হয়।

গুজবটি ছড়ানোর পরপরই অনেকে হতবাক হয়ে পড়েন, কেউ কেউ শোক প্রকাশ করতে শুরু করেন, আবার কেউ কেউ ঘটনাটি যাচাই না করেই তা ছড়িয়ে দিতে থাকেন। এক পর্যায়ে বিষয়টি এতটাই ছড়িয়ে পড়ে যে, পরীমনিকে নিজেই লাইভে এসে জনসচেতনতা তৈরি করতে হয়।

পরীমনির আত্মপ্রকাশ: "মৃত মানুষ লাইভে আসে না!"

পরীমনি নিজের ফেসবুক পেজ থেকে একটি লাইভে এসে জানান, তিনি জীবিত এবং সুস্থ আছেন। ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, "মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো?" এই এক বাক্যেই তিনি বুঝিয়ে দেন, কতটা আতঙ্কিত ও বিরক্ত তিনি এ ধরনের গুজবে।

লাইভে পরীমনি বলেন, “আমি বডির শুট করছিলাম। তারপর ফোন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম কল না, বরং এসএমএস আর ইনবক্সে ঢেউ খেলছে। সবাই জিজ্ঞেস করছে—আমি কি বেঁচে আছি?”

তিনি আরও বলেন, “আপনি কল্পনা করুন, আপনার সম্পর্কে কেউ হঠাৎ বলে দিল—আপনি মারা গেছেন। আপনার আপনজনেরা তখন আপনাকেই ফোন করে জিজ্ঞেস করছে, আপনি মারা গেছেন কি না! কী রকম শকিং অবস্থা হতে পারে এটা, ভাবুন একবার।”

কোথা থেকে ছড়াল এমন ভয়ংকর গুজব?

এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি, এই গুজবটি কোথা থেকে শুরু হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে, কিছু ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ‘ক্লিকবেইট’ বা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে। এ ধরনের সংবাদ শুধু একজন তারকার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে না, বরং তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য ভক্তের মাঝেও আতঙ্ক ছড়িয়ে দেয়।

পরীমনির প্রতিক্রিয়া ও সমাজের প্রতিচ্ছবি

পরীমনি বলেন, “এই গুজবগুলো খুবই বিপজ্জনক। এটি শুধু আমার জন্য নয়, যেকোনো মানুষের জন্য মানসিকভাবে ধ্বংসাত্মক হতে পারে।” তিনি আরও বলেন, “গুজব ছড়ানো কি এতটাই সহজ যে, এক মুহূর্তে কেউ বেঁচে থেকেও ‘মৃত’ হয়ে যায়?”

পরীমনি অনুরোধ করেন, সবাই যেন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য যাচাই-বাছাই করে তবেই তা শেয়ার করেন। তিনি বলেন, "একটি মিথ্যা খবর কোনো পরিবারকে মুহূর্তেই ভেঙে দিতে পারে।"

পরীমনির ক্যারিয়ার ঝলমলে, কিন্তু জীবনে শান্তি নেই?

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা পরীমনি খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘রানা প্লাজা’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’, ‘আরো ভালোবাসব তোমায়’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। কিন্তু চলচ্চিত্রের বাইরেও পরীমনির ব্যক্তিজীবন, সম্পর্ক, এবং সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি প্রায়শই তাকে সংবাদের শিরোনামে নিয়ে আসে।

তবে যেসব নেতিবাচক প্রচারণা গড়ে ওঠে, তার মধ্যে এই গুজব নিঃসন্দেহে সবচেয়ে ভয়ানক। একজন মানুষকে হঠাৎ করে ‘মৃত’ ঘোষণা করা নিছক কৌতুক নয়—এটি হতে পারে মানসিক নির্যাতনের অন্যতম রূপ।

আইনগত ব্যবস্থা নেবেন পরীমনি?

অনেকেই আশা করছেন, পরীমনি এমন মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ, একের পর এক গুজব তার মানসিক শান্তি এবং সামাজিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলছে। যদিও এখনো পরীমনি সরাসরি কোনো মামলার কথা জানাননি, তবে তিনি লাইভে বলেন, "এর একটা সীমা থাকা উচিত। মানুষকে এভাবে মানসিকভাবে আঘাত করা যায় না।

Nenhum comentário encontrado