বেলাবোতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬, ভাঙচুর করা হলো সরকারি গাড়ি..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বেলাবোতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬, ভাঙচুর করা হলো সরকারি গাড়ি

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর বেলাবোতে মাদক ও জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ মাদকচক্রের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডিবির ছয় সদস্য আহত হয়েছেন এবং অভিযানকালে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. আব্দুস সালাম, এসআই শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজীব হাসান, কনস্টেবল শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী। আহতদের বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল ওই এলাকায় মাদক ও জুয়ার আসর ভাঙতে যায়। অভিযানের সময় এসআই সালাম ও এসআই জসিম স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে বের হলে পারভেজ (২৬) নামে এক যুবক তাদের পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি চিৎকার করে লোকজন ডাকেন এবং হঠাৎ করে একদল লোক ডিবি সদস্যদের ঘিরে ফেলে হামলা চালায়। স্থানীয় মুসল্লি ও বেলাবো থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার জানান, “এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। পুলিশের কাজে বাধা দিয়ে সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। হাইয়েস গাড়িটির ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে লক্ষাধিক টাকা হতে পারে। তবে বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।”

এ ঘটনায় এসআই আব্দুস সালাম বাদী হয়ে বেলাবো থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০–৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পারভেজ (২৬), সিনতাজ মো. সালমান (৩২), মজিবুর (৪০), ডা. আব্দুল জলিল (৪৫), মোবারক হোসেন (৪২), মো. শাহজাহান (৪০), ইকতিয়ার হোসেন (৩৮), সেন্টু মিয়া (৪২), হাবিবুর রহমান (৩৮) ও ইব্রাহিম খলিল (৪৩)।

স্থানীয়রা অভিযোগ করেন, চর কাশিমনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক ও জুয়াচক্র সক্রিয়। কেউ প্রতিবাদ করলে চক্রটির টার্গেটে পরিণত হন। ফলে সাধারণ মানুষ আতঙ্কে মুখ খুলতে সাহস পান না।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশের ওপর হামলা চালিয়ে কেউ রেহাই পাবে না। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

کوئی تبصرہ نہیں ملا