close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বেহুঁশ বিএনপিকে হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা নাসীরুদ্দীন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত সময়ের মধ্যে বিএনপিকে কঠোর ভাষায় সমালোচনা করে হুঁশে ফেরার আহ্বান জানালেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ক্ষমতার লোভ বিএনপিকে বেহুঁশ করে ফেলেছে। এখনই হুঁশ ফিরিয়ে..

বিএনপির ‘বেহুঁশ’ অবস্থা নিয়ে সরব এনসিপি: হুঁশে ফেরার সময় এখনই – বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি এখন বেহুঁশ হয়ে আছে ক্ষমতার মোহে—এই কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দলটির উদ্দেশে বলেন, “ক্ষমতার লোভে আপনারা বেহুঁশ হয়ে গেছেন। কিন্তু এখনও সময় আছে, এই বেহুঁশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসুন। নয়তো জনগণের কাছে আপনাদের জবাব দিতে হবে।”

রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ‘মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এই কর্মশালায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী, মানবাধিকারকর্মী, অর্থনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

গুন্ডামি-মাস্তানি নয়, চাই গণতন্ত্রের সংস্কার”

নাসীরুদ্দীন আরও বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে—এই ধরনের বক্তব্য আসলে একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। এমন হুমকি, মাস্তানি আর থ্রেটের রাজনীতি নতুন প্রজন্ম কোনোভাবেই গ্রহণ করবে না।”

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগে বিচার ও প্রশাসনিক কাঠামোর মৌলিক সংস্কার করতে হবে। তবেই জনগণের সঠিক মতামত প্রতিফলিত হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

সংস্কার ছাড়া অর্থবহ নির্বাচন সম্ভব নয়” — বললেন সারোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে আমরা নির্বাচন চাই না, আমরা নির্বাচনের বিরোধিতা করি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমরা বরং বলছি, নির্বাচন যদি করতে চান—তাহলে আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কার করতে হবে।”

তিনি ব্যাখ্যা করেন, “নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, সরকারি কর্ম কমিশনসহ রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠানগুলো আজও রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। এই কাঠামো সংস্কার ছাড়া একটি বিশ্বাসযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

অভ্যুত্থানের শক্তি এনসিপি— বললেন অর্থনীতিবিদ জিয়া হাসান

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে অর্থনীতিবিদ জিয়া হাসান বলেন, “এনসিপি হলো গণ-অভ্যুত্থানের ধারক ও বাহক। এই দলটির প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণ করতে হলে সব স্তরের নেতা-কর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আজ বাংলাদেশ একটি ভয়ানক সামাজিক বিভক্তির মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে শাসকগোষ্ঠী, অন্যদিকে ক্ষমতার মোহে পথ হারানো বিরোধী শক্তি। এই অবস্থায় এনসিপির মতো উদার ও সংস্কারমুখী দলের ভূমিকাই পারে রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে।”

আজকের বাংলাদেশে ৭১ পরবর্তী বিপর্যয় চলছে” — মত মানবাধিকারকর্মী মুস্তাইন জহিরের

লেখক ও মানবাধিকারকর্মী মুস্তাইন জহির বলেন, “বাংলাদেশে ১৯৭১ সালের পর প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ কখনো এতটা ভঙ্গুর ও দুর্বল অবস্থায় ছিল না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর এমন বিপর্যয় আগে দেখা যায়নি।”

তিনি বলেন, “আজ আমরা একটি ঐতিহাসিক মোড়ের মুখোমুখি। এখান থেকে বের হয়ে একটি মানবিক, ন্যায্য ও গ্রহণযোগ্য রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিভিন্ন পেশাজীবীদের ভাবনা ও আহ্বান

এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বলেন, “পরিবর্তন এমন কিছু না, যা একজন বা দুজন এনে দিতে পারে। আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে, তবেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।”

এছাড়াও বক্তব্য রাখেন বিডিজবসের সিইও ফাহিম মাশরুর, কাতারের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ, এবং অনলাইন প্ল্যাটফর্ম ‘ট্রাক লাগবে’র প্রতিষ্ঠাতা এনায়েত রশিদ।


 

রাজনীতির এই উত্তাল সময়কালে এনসিপি’র কণ্ঠে উঠে এল পরিবর্তনের দাবি। তবে সেই পরিবর্তনের জন্য প্রয়োজন রাষ্ট্রের ভিতরে থাকা কাঠামোগত দুর্বলতা দূর করা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। বিএনপিকে ক্ষমতার মোহ থেকে বের হয়ে বাস্তবতাকে মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন নেতারা।

Nema komentara


News Card Generator