বেগম জিয়ার পরিবার ও মরহুম কোকোকে আবমাননায় ইবি ছাত্রদলের নিন্দা..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
****

ইবি প্রতিনিধি: 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ও মরহুম আরাফাত রহমান কোকোকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানা যায়। 

বিবৃতিতে বলা হয়, কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা কর্তৃক মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক রাষ্ট্রপতি ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো- এর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ও অমানবিক ভাষা ব্যবহার করায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একজন সংসদীয় আসনের প্রার্থী হয়ে এ ধরনের নোংরা, অসভ্য ও ঘৃণাতাক বক্তব্য কেবল একটি রাজনৈতিক পরিবারকে অপমান নয় বরং এটি মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। এই বক্তব্য প্রমাণ করে অভিযুক্ত প্রার্থীর রাজনৈতিক দেউলিয়াত্ব ও অসহিষ্ণু মানসিকতা। 

এছাড়া বিবৃতিতে মরহুম আরাফাত রহমান কোকোর দেশের কল্যাণে অর্জিত সাফল্য ও অবদান তুলে ধরে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- অভিযুক্ত প্রার্থীর প্রকাশ্য ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, জামায়াতে ইসলামীকে এই বক্তব্যের দায় স্বীকার করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বানসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান সংগঠনটি। 

শহীদ জিয়ার আদর্শ, গণতন্ত্র ও সম্মানজনক রাজনীতির প্রশ্নে ইবির ছাত্রদল আপসহীন এই প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, এসকল দাবি না মানলে  এ ধরনের অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আইনগত ও গণতান্ত্রিক সকল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বেগম জিয়ার পরিবারের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে বিরূপ মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে তার দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। জানা যায়, আলোচিত ওই বক্তব্যটি ২০২৩ সালের।

Walang nakitang komento


News Card Generator