close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বদলগাছী মথুরাপুর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
মথুরাপুর ইউনিয়ন বিএনপি ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এএইচ ওবায়দুর রহমান বলেন, বিএনপি - অন্যায় অত্যাচার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাসী নই : ..

নওগাঁ বদলগাছী উপজেলা ২নং মথুরাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (১৬ মার্চ) বিকালে মথুরাপুর  ইউনিয়নের গয়েশপুর হাই স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শিবলী আক্তার চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএম ওবায়দুর রহমান চন্দন সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি। 

আরও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক, জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু,সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ,বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা সহ বিএনপির অঙ্গ সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন,জাতীয়বাদী বিশ্বাস করে তারাই বিএনপি'কে ভালোবাসে ও সমর্থন করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলেন বিএনপি কখনো অন্যায় অত্যাচার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাসী নয়। 

এ সময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন।

এছাড়া ও ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে কয়েক হাজার বিএনপির সমর্থক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

Ingen kommentarer fundet