close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন।..

Md. Ashikul  Islam  avatar   
Md. Ashikul Islam
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি থেকে উপাচার্যকে অতিদ্রুত পদত্যাগের বা অপসারণের দাবি জ..

 


 


সোমবার (৫ ই মে) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির পর বেলা ১ টার দিকে গ্রাউন্ড ফ্লোর থেকে বিশ্ববিদ্যায়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।   ভিসি বাংলোর সামনে দিয়ে ঢাকা কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ডফ্লোরে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "যে উপাচার্যকে পায় না সেই উপাচার্যকে চায় না, শুচিতার পদত্যাগ করতে হবে, যে উপাচার্য শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে সেই উপাচার্যকে চায় না, যে ভিসি বিশ্ববিদ্যালয়ে থাকেন না সেই ভিসিকে চায় না, প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা। 


বিক্ষোভকারী শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, এই উপাচার্য বিশ্ববিদ্যালয়কে একদমই ধারণ করেন না। তিনি এই আটমাসে নানা অনিয়ম আর দুর্নীতি করে পুরো বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলেছেন। তিনি কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না। এই উপাচার্য সেদিনই তার পদে থাকার গ্রহণযোগ্যতা হারিয়েছে যেদিন তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন।


আগামীকাল বেলা ১১ টার মধ্য উপাচার্য যদি পদত্যাগ না করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাটডাউন করে দেয়া হবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের বিষয় বিবেচনায় নিয়ে একাডেমিক কর্মসূচি চালু থাকবে। আন্দোলনকারীরা আরও বলেন জন দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা দক্ষিনাঞ্চল অচল করে দেয়নি কিন্তু আগামী পরশু থেকে আমরা বাধ্য হয়ে দক্ষিনাঞ্চল অচল করে দেয়ার মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। 


আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, স্বৈরচারী মনোভাবের এই উপাচার্যকে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। এই উপাচার্য একের পর এক প্রশাসনে ফ্যাসিস্টদের পুনর্বাসন শুরু করে। উপাচার্যের এসকল অনিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে অন্যায়ভাবে মামলা দেন। আমরা আন্দোলন করছি আগামীকাল থেকে প্রশাসনিক শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 


জুলাই আন্দোলনে অন্যতম সমন্বয়ক ও বরিশাল মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন “বিভিন্ন দাবি নিয়ে তিন সপ্তাহ যাবত আন্দোলন চলছে, তিনি চাইলে শিক্ষার্থীদের সাথে বসতে পারতেন কিন্তু তিনি শিক্ষার্থীদের কোনো দাবিতে কর্নপাত করেননি, এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরনে ব্যার্থ হয়েছে, আমরা ইউজিসিকে আহ্বান করছি অবিলম্বে এই ভিসিকে অপসারণ করতে হবে। এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।”

উল্লেখ্যা, গত ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচারের পুর্নবাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের ১৮ দিনের মাথায় শিক্ষার্থীরা উপাচার্য পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

Aucun commentaire trouvé


News Card Generator