বাউফলে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য ও সন্দেহ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পটুয়াখালীর বাউফলে এক ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য ও সন্দেহ।..

গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির মা মীম আক্তার (২০) তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তবে, মৃত্যুর কারণ নিয়ে চিকিৎসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর বক্তব্যে এসেছে অসঙ্গতি।

নিহত শিশু আয়শা নওগাঁ সদর উপজেলার দিনমজুর রোনানের মেয়ে। মা মীম আক্তার বর্তমানে বাউফলে বসবাস করছিলেন। মীমের ভাষ্যমতে, বিকেলে খেলার সময় বিছানা থেকে পড়ে যায় আয়শা। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু চিকিৎসক শাম্মী আক্তার তরণ জানান, “শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যা সাধারণত বিছানা থেকে পড়ে গেলে হয়ে থাকে। ফলে মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।”

বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে বাউফল থানা। এসআই মুজিবুল হক জানিয়েছেন, “শিশুর মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। প্রয়োজনে ময়নাতদন্ত করা হবে।”

ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। একজন মা কীভাবে নিজের সন্তানের মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিতে পারেন—এই প্রশ্ন এখন সবার মনে। আবার অন্যদিকে প্রশ্ন উঠছে—অবহেলা, মানসিক চাপ, পারিবারিক অশান্তি, না কি এর পেছনে রয়েছে কোনো অপ্রকাশ্য বাস্তবতা?

এই শিশুর মৃত্যু শুধুই একটি পারিবারিক দুর্ঘটনা নাকি কোনো গভীর সামাজিক ট্র্যাজেডির অংশ—এখন সময়ই হয়তো উত্তর দেবে।

Tidak ada komentar yang ditemukan