close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বার্সেলোনায় যোগ দিচ্ছেন নিকো উইলিয়ামস

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
দলবদলের বাজার ও বার্সেলোনা, বেশ কয়েক বছর কোনো ধরণের বোমা ফাটাতে পারেনি ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে এইবার দলবদলের বাজারে বেশ ভালো মতো নেমেছে ক্লাবটি।..

২০২৪-২৫ মৌসুমে লা লিগা ও ডমেস্টিক ট্রেবল জেতা ক্লাবটি এইবার নিজেদের আক্রমণভাগ বাড়াতে অ্যাটলেটিক বিলবাও থেকে দলে ভেড়াচ্ছেন নিকো উইলিয়ামসকে। আগামী মৌসুমে ইয়ামাল - নিকো জুটি দেখার অপেক্ষায় ভক্তরা৷ 

জাতীয় দলে সবসময় আলোচনায় থাকে এই জুটি। লেফট উইং কিংবা রাইট উইংয়ে দারুণ ভূমিকা রেখে দলকে এনে দিয়েছেন অনেক সাফল্য। লামিনে ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামসের জুটিতে ভর করেই স্পেন তাদের ইতিহাসের চতুর্থ শিরোপা জিতেছিল। এবার দুইজনকে এক ক্লাবের হয়ে দেখা যেতে পারে। 

ফুট মারকেতোর খবর অনুযায়ী, অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসের সঙ্গে ছয় বছরের চুক্তির জন্য প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা, যে চুক্তি অনুযায়ী তিনি ২০৩১ এর গ্রীষ্ম পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন। বার্সেলোনায় যোগ দিলে প্রতি মৌসুমে ১২ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৯ কোটি ৭৮ লাখ টাকা) বেতন পাবেন এই ২২ বছর বয়সী।

গত মৌসুমেই নিকো কে দলে ভেড়ানোর পরিকল্পনা করেছিল বার্সেলোনা৷ কিন্তু দানি ওলমোকে কেনার পর আর্থিক সংকটে পরতে হয় ক্লাবকে। গতবারের মতো এইবারও খুব শক্তভাবে তাকে পাওয়ার জন্য দলবদলের বাজারে নেমেছে স্প্যানিশ এই জায়ান্ট। 

দলবদলের শুরুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিকোর নাম জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন শেষ পর্যন্ত আলো মুখ দেখেনি। নতুন করে বার্সা ফের আগ্রহ দেখাচ্ছে তার দিকে। তার দিকে নজর ছিলো আর্সেনাল, চেলসি ও বায়ার্ন মিউনিখের ও। 

গত মৌসুমে দারুণ পারফরম্যান্স উপহার দেন এই উইঙ্গার। লিগ মৌসুমে ২৯ ম্যাচে ৫টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। ইউরোপা লিগেও ৫টি গোলের পাশাপাশি ৩টি গোলে সহায়তাও করেছেন।

 

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি