close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
বারবার জানতে চেয়েছি: ছেলে নাকি মেয়ে? – অভিনেত্রী প্রসূন আজাদের দ্বিতীয়বার মা হওয়ার গল্প


বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ সোমবার সকাল ১১টায় দ্বিতীয়বার মা হয়েছেন। নতুন শিশুর আগমনে খুশির জোয়ার বইছে প্রসূনের পরিবারে। বর্তমানে মা এবং নবজাতক উভয়েই সুস্থ আছেন। তবে সন্তান জন্মানোর পরপরই এক অভাবনীয় কৌতূহল নিয়ে প্রসূন বারবার চিকিৎসক ও নার্সদের কাছে জানতে চাইছিলেন, তাঁর সন্তান ছেলে নাকি মেয়ে!
প্রথম দেখায় সন্তানের মুখ
প্রসূন জানান, সন্তান জন্মানোর পর তাঁকে চিকিৎসকরা সামনে এনে নবজাতককে দেখান। এভাবেই দ্বিতীয় সন্তানের মুখ প্রথমবার দেখেন তিনি। "আমি এবার সত্যিই মন থেকে চেয়েছিলাম কন্যাসন্তান হোক। একটি ছেলে তো আগেই রয়েছে। এক ছেলে, এক মেয়ের মা হওয়ার ইচ্ছা ছিল। যে কারণে বারবার শুধু জানতে চাইছিলাম, কী হয়েছে!"—বলছিলেন আবেগতাড়িত প্রসূন।
কেন এমন কৌতূহল?
২০১৯ সালে প্রথমবার মা হয়েছিলেন প্রসূন। তখন আগে থেকেই তিনি জেনেছিলেন যে, তিনি ছেলেসন্তানের মা হতে চলেছেন। সেই তথ্য অনুযায়ী তখন সব প্রস্তুতিও সেরে রেখেছিলেন। তবে এবার ছিল অন্যরকম। তিনি আগাম কোনো ধারণা নিতে চাননি। "আগে থেকেই কিছু জানার চেষ্টা করিনি। এবার চেয়েছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে। এটা এক অন্যরকম অনুভূতি। তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সন্তান ছেলে হোক বা মেয়ে, সুস্থ থাকাটাই সবচেয়ে বড় আশীর্বাদ।"
নাম এখনো চূড়ান্ত নয়
নবজাতকের আগমনের জন্য এ দম্পতি কোনো প্রস্তুতি নিয়ে রাখেননি। প্রসূন জানান, সন্তানের লিঙ্গ আগে থেকে না জানায় তাঁরা কোনো নামও চূড়ান্ত করেননি। তবে বাসায় ফিরে আকিকা দিয়েই সন্তানের নাম রাখবেন বলে জানিয়েছেন।
দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা
প্রসূন আজাদ বললেন, "প্রথমবার মা হওয়ার সময় অনেক নতুন অভিজ্ঞতা ছিল। এক্সসাইটমেন্ট ছিল আলাদা। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। তবে এবার অনেকটা পরিণত অনুভব করছি। পাশাপাশি নিজের শরীর এবং সুস্থতার দিকেও নজর দিচ্ছি।"
অভিনয় থেকে বিরতি এবং ব্যক্তিগত জীবন
২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পা রাখেন প্রসূন আজাদ। এরপর একাধিক নাটক ও সিনেমায় নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। তবে গত কয়েক বছর তিনি অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘পদ্মাপুরাণ’ সিনেমায়।
২০২১ সালের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহান মালেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রসূন। ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব উপভোগ করতে এই বিরতি নিয়েছেন তিনি।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরিকল্পনা
প্রসূন জানান, বুধবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন। পরিবারের সঙ্গে নতুন সদস্যকে নিয়ে সময় কাটানোর জন্য মুখিয়ে আছেন এই অভিনেত্রী।
সন্তানের আগমন এবং মাতৃত্বের এই অনন্য অভিজ্ঞতা প্রসূন আজাদকে নতুন করে জীবনের অর্থ বুঝতে সাহায্য করেছে। তাঁর ভক্তরা নতুন সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।
No se encontraron comentarios