close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্যে শুভেন্দুর নতুন কটাক্ষ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশে কিছুই নেই, পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল,”—পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর এ মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারত
বাংলাদেশে কিছুই নেই, পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল,”—পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর এ মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতীয় সাংবাদিকদের সামনে তিনি বলেন, “ওই দেশে দরিদ্র মানুষের সংখ্যা এত বেশি যে, তারা ভারতেও দরিদ্র পাঠাচ্ছে। এখানে এসে তারা মাদ্রাসা, জঙ্গি ও উগ্রবাদী কার্যক্রম চালাতে চায়।” শুধু এখানেই থামেননি শুভেন্দু। বর্তমান অন্তর্বর্তী বাংলাদেশ সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “এটি একটি তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী সরকার।” তার এই বক্তব্য ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যুতেও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এক সাংবাদিকের প্রশ্নে তিনি ভারতের সরকারকে সীমান্ত রক্ষার প্রতি আরও কঠোর হওয়ার আহ্বান জানান। শুভেন্দু বলেন, “ভারত সরকারের উচিত সীমান্ত, সেনা ও সীমান্তবর্তী জনগণকে রক্ষা করা।” এ ধরনের মন্তব্যের কারণে শুভেন্দু অধিকারী এর আগেও সমালোচিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নাবালক’ বলে উপহাস করেন। বাংলাদেশি নেটিজেন ও রাজনীতিবিদরা শুভেন্দুর এসব মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তাকে সমালোচনার ঝড় বইছে। নেটিজেনদের মতে, এ ধরনের কটূক্তি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে।
Nessun commento trovato


News Card Generator