পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তা করছেন বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার (১ জুন) কলকাতার একটি স্টেডিয়ামে আয়োজিত বিজেপির সাংগঠনিক সভায় অমিত শাহ বলেন,
“মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য বাংলার সীমান্ত খুলে দিয়েছেন। তিনি কখনো অনুপ্রবেশ ঠেকাতে পারবেন না—এটা শুধু বিজেপিই করতে পারে।”
তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেসের সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি।“যদি বিএসএফকে জমি দেওয়া হতো, তাহলে আমরা অনুপ্রবেশ বন্ধ করতে পারতাম। কিন্তু তৃণমূল সরকার কখনোই তা দেবে না, কারণ তারা চায় অনুপ্রবেশ চলুক—ক্ষমতায় টিকে থাকার জন্য।”
সভায় অমিত শাহ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটব্যাংক তুষ্ট করতে ‘অপারেশন সিঁদুর’ এবং ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছেন।
“এই দেশের মা-বোনদের অপমান করেছেন তিনি। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের মানুষ তাকে জবাব দেবে,” — বলেন অমিত শাহ।
প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, বিজেপি রাজনৈতিক ফায়দা লুটতেই এই অপারেশনকে সামনে নিয়ে আসছে।