বাংলাদেশের সামরিক বাজেটে ছাপ মারা হয়েছে: কি করা উচিত?

Abdul malek Sumon avatar   
Abdul malek Sumon
বাংলাদেশের সামরিক উন্নতির ব্যবস্থা কেন সম্ভব হচ্ছে না? উচিত পদক্ষেপ কী?

বাংলাদেশের সামরিক বাজেটে ছাপ মারা হয়েছে: কি করা উচিত?বাংলাদেশের সামরিক উন্নতির ব্যবস্থা কেন সম্ভব হচ্ছে না? উচিত পদক্ষেপ কী?আজকে ভারত যদি মিসাইলগুলো পাকিস্তানে নিক্ষেপ না করে বাংলাদেশে নিক্ষেপ করতো তাহলে এতক্ষণে হয়তো বাংলাদেশের সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতো। পাল্টা আক্রমণ তো দূরে থাক কোনরূপ সামরিক প্রতিরোধও গড়ে তুলতে পারতো না বাংলাদেশ। মানতে কষ্ট হলেও এটাই সত্যি। কেননা বাংলাদেশের যুদ্ধবিমান মাত্র ৪৪ টা যেখানে পাকিস্তানের ৩২৮ টা, ভারতের ৫১৩ টা। তাছাড়া বাংলাদেশে মিসাইল বা জেড প্লেন ধ্বংস করার কোন প্রযুক্তি নাই। আই রিপিট -২০২৫ সালের মতো টেকনোলজির যুগে এসেও এই প্রযুক্তি নাই। স্বাধীনতার এত বছর পরেও সামরিক দিক দিয়ে বাংলাদেশ উন্নত হতে পারে নাই। ভারত, পাকিস্তানের যেখানে ৪২০১ টার মতো যুদ্ধ,ট্যাংক সেখানে আমাদের যুদ্ধ,ট্যাংক মাত্র ২৩২ টা। তাদের দুই দেশেরই সাঁজোয়া যান দেড় লাখের মতো। আর বাংলাদেশের মাত্র ২৪০ টা, তাও আবার পুরাতন আমলের। বাংলাদেশ কেন সামরিক দিক দিয়ে উন্নত হতে পারে নাই? উত্তর হচ্ছে- সামরিক দিক দিয়ে উন্নত করতে চায় নাই। হাসিনা সারাটা বছর আমাদেরকে উন্নয়নের গল্প শুনিয়ে গেছে কিন্তু সামরিক খাতে কিচ্ছু করে নাই। একটা অত্যাধুনিক সামরিক ঘাঁটি নাই যেখানে সেনারা যুদ্ধকালীন সময়ে লড়াই করতে পারবে। হাসিনা সবসময় বুঝাতো ভারতের গোলামী করো তাহলে ভারত কখনো আক্রমণ করবে না। অথচ আওয়ামী লীগ এখন পর্যন্ত যে ৯৪ বিলিয়ন ডলার পাচার করেছে সেগুলো দিয়ে যদি সামরিক খাতটাকে সাজানো হতো তাহলে গোলামী ছাড়াই ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশ বাংলাদেশকে সমীহ করে চলতো। ৯৪ বিলিয়ন ডলার এতবেশী টাকা টাকা যে এ টাকা দিয়ে হাজার হাজার যুদ্ধবিমান, জেড প্ল্যান, সাবমেরিন কেনা যেত। পাশ্ববর্তী দেশগুলো তখন বাংলাদেশকে দিনে দুইবার সালাম করতো। কোন দেশ বাংলাদেশের উপর অন্যায়ভাবে কোনকিছু চাপিয়ে দিতে পারতো না। বর্ডারে ভারতীয় সেনারা বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করতে পারতো না। বাংলাদেশের উপর আঙ্গুল তুলতে অন্তত দুইবার ভাবতো। অথচ সামরিক খাতকে দুর্বল করে রাখার কারণে আজকে টেক্কা দিয়ে কথা বলার মতো সেনাবাহিনীর সাহস থাকে না, বর্ডারে মানুষ মরে, বর্ডার দিয়ে ভারতীয়রা ঢুকে পড়ে। হাসিনার আমলে বর্ডারে মানুষ মরলে হাসিনা কোন পদক্ষেপ নিতে দিতো না। বুঝাতো ভারতীয়রাই তো মে,রে,ছে থাক, বর্ডারে এমন দুই একটা মানুষ মরে, ই। আওয়ামী লীগ বিগত ১৭ বছরে শুধু হাজার হাজার কোটি টাকাই পাচার করে নাই, তারা আমাদের সামরিক খাতটাকে একদম ধ্বংস করে দিয়ে গেট্যাগস: রাজনীতি, সামরিক, হাসিনা, বাংলাদেশবাংলাদেশের সামরিক বাজেটে ছাপ মারা হয়েছে: কি করা উচিত?বাংলাদেশের সামরিক উন্নতির ব্যবস্থা কেন সম্ভব হচ্ছে না? উচিত পদক্ষেপ কী?আজকে ভারত যদি মিসাইলগুলো পাকিস্তানে নিক্ষেপ না করে বাংলাদেশে নিক্ষেপ করতো তাহলে এতক্ষণে হয়তো বাংলাদেশের সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতো। পাল্টা আক্রমণ তো দূরে থাক কোনরূপ সামরিক প্রতিরোধও গড়ে তুলতে পারতো না বাংলাদেশ। মানতে কষ্ট হলেও এটাই সত্যি। কেননা বাংলাদেশের যুদ্ধবিমান মাত্র ৪৪ টা যেখানে পাকিস্তানের ৩২৮ টা, ভারতের ৫১৩ টা। তাছাড়া বাংলাদেশে মিসাইল বা জেড প্লেন ধ্বংস করার কোন প্রযুক্তি নাই। আই রিপিট -২০২৫ সালের মতো টেকনোলজির যুগে এসেও এই প্রযুক্তি নাই। স্বাধীনতার এত বছর পরেও সামরিক দিক দিয়ে বাংলাদেশ উন্নত হতে পারে নাই। ভারত, পাকিস্তানের যেখানে ৪২০১ টার মতো যুদ্ধ,ট্যাংক সেখানে আমাদের যুদ্ধ,ট্যাংক মাত্র ২৩২ টা। তাদের দুই দেশেরই সাঁজোয়া যান দেড় লাখের মতো। আর বাংলাদেশের মাত্র ২৪০ টা, তাও আবার পুরাতন আমলের। বাংলাদেশ কেন সামরিক দিক দিয়ে উন্নত হতে পারে নাই? উত্তর হচ্ছে- সামরিক দিক দিয়ে উন্নত করতে চায় নাই। হাসিনা সারাটা বছর আমাদেরকে উন্নয়নের গল্প শুনিয়ে গেছে কিন্তু সামরিক খাতে কিচ্ছু করে নাই। একটা অত্যাধুনিক সামরিক ঘাঁটি নাই যেখানে সেনারা যুদ্ধকালীন সময়ে লড়াই করতে পারবে। হাসিনা সবসময় বুঝাতো ভারতের গোলামী করো তাহলে ভারত কখনো আক্রমণ করবে না। অথচ আওয়ামী লীগ এখন পর্যন্ত যে ৯৪ বিলিয়ন ডলার পাচার করেছে সেগুলো দিয়ে যদি সামরিক খাতটাকে সাজানো হতো তাহলে গোলামী ছাড়াই ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশ বাংলাদেশকে সমীহ করে চলতো। ৯৪ বিলিয়ন ডলার এতবেশী টাকা টাকা যে এ টাকা দিয়ে হাজার হাজার যুদ্ধবিমান, জেড প্ল্যান, সাবমেরিন কেনা যেত। পাশ্ববর্তী দেশগুলো তখন বাংলাদেশকে দিনে দুইবার সালাম করতো। কোন দেশ বাংলাদেশের উপর অন্যায়ভাবে কোনকিছু চাপিয়ে দিতে পারতো না। বর্ডারে ভারতীয় সেনারা বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করতে পারতো না। বাংলাদেশের উপর আঙ্গুল তুলতে অন্তত দুইবার ভাবতো। অথচ সামরিক খাতকে দুর্বল করে রাখার কারণে আজকে টেক্কা দিয়ে কথা বলার মতো সেনাবাহিনীর সাহস থাকে না, বর্ডারে মানুষ মরে, বর্ডার দিয়ে ভারতীয়রা ঢুকে পড়ে। হাসিনার আমলে বর্ডারে মানুষ মরলে হাসিনা কোন পদক্ষেপ নিতে দিতো না। বুঝাতো ভারতীয়রাই তো মে,রে,ছে থাক, বর্ডারে এমন দুই একটা মানুষ মরে, ই। আওয়ামী লীগ বিগত ১৭ বছরে শুধু হাজার হাজার কোটি টাকাই পাচার করে নাই, তারা আমাদের সামরিক খাতটাকে একদম ধ্বংস করে দিয়ে গেট্যাগস: রাজনীতি, সামরিক, হাসিনা, বাংলাদেশ

Ingen kommentarer fundet


News Card Generator