ভারত-পাকিস্তান সংঘাত হচ্ছে এমন এক সময়, যখন দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক 'স্পর্শকাতর' অবস্থায় রয়েছে বলে বিশ্লেষকেদের মতামত।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন রয়েছে।আবার দীর্ঘ সময় পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করছে বাংলাদেশ। ফলে কোনো দিকের পক্ষ নিলে সেটা বাংলাদেশের জন্য নেতিবাচক হবে।
অন্যদিকে, সংঘাত যদি প্রলম্বিত হয় এবং এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট হয়, তাহলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের জন্য এর প্রভাব বেশি হবে। এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কী হবে?
নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান বলেছেন, বাংলাদেশ সরকারের বক্তব্য-বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন। কোনো দেশের পক্ষে সমর্থন প্রকাশ পেলে তা অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।
যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম যে প্রতিক্রিয়া এসেছে, তাতে অবশ্য সতর্ক অবস্থানই প্রকাশ পেয়েছে।
ভারত-পাকিস্তান, দুই দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে উত্তেজনার অবসান হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা।
দেশ দুটির সঙ্গে সম্পর্কের বিষয় ছাড়াও বাংলাদেশের আমদানি-রপ্তানিসহ ব্যবসা-বাণিজ্য এবং আকাশপথে যাতায়াতের ক্ষেত্রেও প্রভাব পড়বে,তাই সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি কী আছে-এ বিষয়ে প্রশ্নও রয়েছে বিশ্লেষকদের।