বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনর্বাসন, বিএনপির বিস্ফোরক অভিযোগ


বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। তিনি দাবি করেন, বর্তমান সরকারের সার্চ কমিটি ও ক্রীড়া কমিটিগুলোতে এই পুনর্বাসন চালানো হচ্ছে, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ক্ষতিগ্রস্ত করছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর সোনালী মাঠে আতিকুল ইসলাম মতিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, "আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করে ধ্বংসের পথে নিয়ে গেছে।" তিনি আরও বলেন, "এখনও ক্রীড়া সংস্থাগুলোর নেতৃত্বে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজনরা বহাল রয়েছেন, যা দেশের ক্রীড়াঙ্গনকে আরও বিপথগামী করছে।"
এছাড়াও তিনি দাবি করেন যে, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের ফুটবল, হকি ও ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া সেক্টরে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর জন্য সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, যা তারা যথাযথভাবে আমলে নেয়নি। আমিনুল হক জানান, "আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ ব্যাপারে বিচার দাবি করেছি, কিন্তু কোনো ফল পাইনি।"
তিনি বলেন, "গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, যার ফলস্বরূপ আমাদের দলের বহু নেতাকর্মী গুম, খুন এবং হত্যার শিকার হয়েছে। এখন যদি ক্রীড়াঙ্গনে এই প্রভাবশালী নেতাদের পুনর্বাসন করা হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
Không có bình luận nào được tìm thấy