এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে ঐতিহাসিক সাফল্যের জন্য নারী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিনন্দন বার্তায় বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ। এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মায়ানমার'কে ২-১ গোলে হারায় বাংলাদেশ নারী ফুটবল দল। দলের হয়ে দুটি গোল ই করেছেন উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে পিটার বাটলারের দল।
গ্রুপ পর্বের বাহরাইন ও তুর্কেমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এশিয়া কাপে বাংলাদেশের কোয়ালিফাই নিশ্চিত হয়েছে। বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কেমেনিস্তানের বিপক্ষে। যে ম্যাচটি এখন বলা যেতে পারে নিয়মরক্ষার ম্যাচ।