ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রদীপ বনিক। সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন বিশ্বনাথ সরকার লিটন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাধে বনিক।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অনুপ বনিক (যুগ্ম সম্পাদক), নিরঞ্জন কুমার সোমকর (অর্থ সম্পাদক), বীণা সরকার (মহিলা বিষয়ক সম্পাদক), মোঃ চৌধুরী (প্রচার সম্পাদক), খোকন চন্দ্র মালীক (সহ-সাংগঠনিক সম্পাদক), এবং সঞ্জয় কুমার দে সরকার (ধর্ম বিষয়ক সম্পাদক)। এছাড়াও বিভিন্ন সাংগঠনিক ও ধর্মীয় দায়িত্বে রয়েছেন আরও অনেকে।
নতুন এই কমিটির সদস্যদের নির্বাচন ও অনুমোদন প্রক্রিয়া স্বচ্ছ ও সর্বসম্মতিক্রমে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকগণ।
আহ্বায়ক দেবব্রত দাস (দুলাল) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, “এই কমিটি সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাবে এবং ধর্মীয় সহাবস্থান, শিক্ষা, মানবিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”
সংগঠনের সভাপতি শুভাশিস ধর ও সদস্য সচিব সঞ্জয় ধর কমিটিকে অভিনন্দন জানিয়ে একে সংগঠনের জন্য ‘সময়োপযোগী ও বলিষ্ঠ নেতৃত্বের দল’ হিসেবে উল্লেখ করেন।
নবগঠিত কমিটিকে সবাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সাফল্য কামনা করেছেন সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।