বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন- ২০২৫ অগ্রগতি মূল্যায়নে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কর্মকর্তা জনাব মোঃ ফখরুল ইসলাম মৃধার সভাপতিত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ফখরুল ইসলাম মৃধা জানান গত ১২ অক্টোবর - ২০২৫ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়ে ১৩ নভেম্বর -২০২৫ পর্যন্ত চলবে। বানারীপাড়া উপজেলায় মোট ৪৬ হাজার ২৪৮ জন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু টাইফয়েড টিকা গ্রহনের জন্য অনলাইনে আবেদন করেছে। তিনি আরো জানান টাইফয়েড টিকা নেওয়া প্রত্যেক শিশুর জন্য গুরুত্বপূর্ণ। এ টিকা নেয়া শিশুরা টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়া থেকে কম ঝুঁকিতে থাকবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা সহ
কারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী প্রমূখ।
Nenhum comentário encontrado



















