close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বানারীপাড়া আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন সানা বিমানবন্দরে গ্রেফতার..

Anamul Kabir avatar   
Anamul Kabir
বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।..

 বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ৩০ এপ্রিল বুধবার রাত ৩টায় বানারীপাড়া থানার একটি মামলায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে ১ মে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ খবর পাওয়া মাত্র তার ফাঁসির দাবিতে বানারীপাড়ায় উপজেলা বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে। বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলার তথ্য বিমানবন্দরের ইমিগ্রেশনে জানানো ছিল। তিনি আরো জানান, চাখারের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে বরিশালে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। এ ছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে।

No comments found