close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বাল্য বিবাহ'র প্রস্তুতি, সাংবাদিকদের  উপস্থিতি টের পেয়ে পালালেন  বর পক্ষ।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ২১: ৩৬ পিএম, ০৭ মে ২০২৫

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার  চাকামইয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের রুস্তম আলী হাওলাদার বাড়ির জামে মসজিদে বাল্যবিবাহ'র প্রস্তুতিকালে গনমাধ্যমকর্মীদের উপস্থিতির খবর পেয়ে বর পক্ষ পলায়ন করেছেন। বুধবার (৭ মে) আছর নামাজ বাদ ওই মসজিদে কচুফাত্রা এলাকার মো.ছালাম হাওলাদারের কন্যা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী (১৪) সাথে আমতলী পৌরসভার অটোচালক আমির হোসেন'র সাথে বাল্য বিবাহ সম্পন্নের খবর পেয়ে গনমাধ্যমকর্মীরা উপস্থিত হলে সকলের অগোচরে কৌশলে পালিয়ে যায় বরপক্ষের ১০/১২ জনের বরযাত্রী।।

স্থানীয় কাজী মো.রেদওয়ান বাল্যবিয়ের শিকার মাদ্রাসা ছাত্রীর ২০০৯ সালে জন্মগ্রহন করা কাগজ দেখে বেআইনী বিয়ে পড়াতে অপরাগতা প্রকাশ করলে বিয়েটি পন্ড হয়ে যায়। কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের রু্স্তুুম আলী হাওলাদার বাড়ি জামে মসজিদে মেয়ে পক্ষ অনেক দেনদরবার চালিয়েও শেষ রক্ষা করতে পারেনি। মাদ্রাসা শিক্ষার্থীর ভগ্নিপতি নজরুল গনমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, কাগজ পত্রে বয়স না হলে কি হইছে বয়স বানাইয়া লমু এমন অভিমত ব্যক্ত করেন।

এসময় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেলো চৌদ্দ বছরের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। ওই এলাকার অভিভাবক মহল গনমাধ্যম কর্মীদের সাধুবাদ জানান।

कोई टिप्पणी नहीं मिली