close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বালিয়াতলী সমাজ কল্যাণ পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প

Shahadat Hossain Munsy avatar   
Shahadat Hossain Munsy
অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল জলিল বলেন, এই ধরনের মানবিক সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে এসে অত্যন্ত মানবিক কাজ আপনারা করেছেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।..

কচুয়া প্রতিনিধিঃ  চাঁদপুরের কচুয়ায় বালিয়াতলী সমাজ কল্যাণ পরিষদের অফিসে দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শুক্রবার সকাল ৯ টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও বালিয়াতলী সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল, আইসিএ ইউনিভারসিটি পরিচালক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা হিফজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামের মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী এম এ কুদ্দুস মিয়াজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যান পাঠাগার সভাপতি মানিক হোসেন, হাজী আব্দুল জলিল, এডভোকেট রহমত উল্লাহ, বিএনপি নেতা মাসুদ, বিল্লাল হোসেন,  মকবুল হোসেন,মোঃ হোসেন,ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়, আসিফ মাহমুদ তন্ময়, ফরিদা আক্তার, আবু ছাইদ প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল জলিল বলেন, এই ধরনের মানবিক সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে এসে অত্যন্ত মানবিক কাজ আপনারা করেছেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।

没有找到评论