আজ সকাল আনুমানিক ১০টার সময় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইচ্চর ইউনিয়নের আইনারঘোপ গ্রামে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে পুরনো বিরোধকে কেন্দ্র করে একটি সালিশ বৈঠক ডাকা হয়।
সালিশ চলাকালে উত্তেজনার একপর্যায়ে কথা কাটাকাটির সূত্র ধরে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গেলে সজীব মিয়া (৪২), পিতা ভিকসান মিয়া, ঘটনাস্থলে কিছুটা আঘাত পান। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবার ও স্থানীয়রা জানান, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার এনামুল হক।
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এটি একটি সালিশ বৈঠকে উত্তেজনার জের ধরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			