চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ঐতির্হ্যবাহী গল্লাক বাজারের মধ্যস্থানে পাবলিক টয়লেট (ঘনসৌচাগার) নির্মানের প্রতিবাদ জানিয়েছেন বাজার ব্যাবসায়ী ও এলাকাবাসীরা। নির্মানাধীন স্থানের কয়েকগজ দূরত্বে একাধিক টয়লেট থাকার পরও উদ্দের্শ্যপ্রনোধিত হয়ে আবার টয়লেট নির্মান করায় ক্ষোভ জানিয়েছেন তারা। তাছাড়া উক্তস্থানের পাশেই আধুনিক সুযোগ-সুবিধা সন্বনিত নির্মানাধিন মসজিদে একাধিক টয়লেটেরও ব্যাবস্থা রাখা হয়েছে। মোহাম্মদ মঈন গাজীসহ বাজার ব্যাবসায়ীরা জানান, এখানে নদীর ঘাটলা ছিল, পানির প্রয়োজনে আমরা এই ঘাটলা ব্যাবহার করতাম। টয়লেট করার মত বাজারে আরো অনেক জায়গা আছে, এবং এস্থানের কয়েক ফুট দূরেই একাধিক টয়রেট আছে। এমতাবস্থায় এস্থানে টয়লেটের দরকার নাই। অপরপাশের বাসিন্ধারা জানান, আমরা যেখানে টয়লেট করা হচ্ছে তার অপর পাশে গোসল খাওয়া দাওয়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল ক্ষেত্রে পানি ব্যাবার করে থাকি এখানে টয়লেট নির্মান করলে আমাদের প্রাণঘাতি মহামারি দেখা দিবে। টয়লেটটি নাকারার জন্য আমরা সকল প্রদক্ষেপ নেব। স্থানীয় চিকিৎসক মানিক লাল সাহা বলেন, আমার চেম্বারের পাশেই টয়লেট নির্মান করা হচ্ছে, বাতাসের সাথে টয়লেটের দূর্গন্ধ আসতেপারে। আমিই যেহেতু কাছে আছি,বেশী আক্রান্ত আমিই হবো।
৫নং গুপ্টি ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী জানান, কেবলমাত্র তারাই অভিযোগ দিচ্ছেেএছাড়া কারো কোন অভিযোগ নেই। সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্মানাধিন কাজে আমরা বাঁধা দিতে পারিনা, স্বাস্থ্যহানি ঘঠতেপারে এমন কোন আশংঙ্কা দেখা দিলে আমরা ব্যাবস্থা নিব।