বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি আনার মার্কা পদপ্রার্থী হযরত চৌধুরী।
উৎসব আর আনন্দে জমে উঠেছে আশুলিয়ার বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী পরিবেশ। বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন কে সামনে রেখে সভাপতি পদে নির্বাচন করছেন সেভেন ষ্টার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আড়ৎ ব্যবসায়ী হযরত চৌধুরী। আগামি ২২ শে নভেম্বর শনিবার বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে নিজেকে সভাপতি পদে প্রার্থীতা দিয়ে প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। নিজেকে ব্যবসায়ীদের সেবক দাবি করে ছুটে চলেছেন প্রতিটি ভোটারের কাছে। বিগত সময়ে বাইপাইল আড়ৎ এর বিভিন্ন সমস্যার সমাধান ও গাড়ি চলাচলের রাস্তার সংস্কার সহ নানাবিধ উন্নয়ন করেছেন বলে দাবি করেছেন সভাপতি প্রার্থী হযরত চৌধুরী।
নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়ে হযরত চৌধুরী বলেন, সভাপতি নির্বাচিত হলে আগামি প্রতিটি ব্যবসায়ীদের কল্যাণে দিনরাত কাজ করে যাবেন। তিনি আরও যদি কোন ব্যবসায়ী অসুস্থ হয়, তাহলে তিনি তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করবেন। প্রয়োজনে নিজের টাকা খরচ করে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার করবেন তিনি।



















